সবাই যেন মহাকালের মতোই চে‌য়ে আছে।
সময়ের অনন্ত প্রতীক্ষা পথ হারিয়েছে,
একদিন আসবে, আসবেই...
আবারও ঘটবে নবজাতকের আবির্ভাব,
আর সেখানেই ডুব দিয়েছে একান্তে
আমার অযাচিত কবিতার মূলভাব...


যে যার মতো ভাবছে নতুন মহামায়া!
কূল ছাপিয়ে বাতাসের সেকি দৈত্যবৎ কায়া?
ধীরে ধীরে সবাই মিলিয়ে যাবে,
ওরা থাকে ওধারেই, তাই অতীতের দিন গুনবে,
আজ শূন্য ভাড়ার পূর্ণ করতে এসে
যুগান্তরের পথিকৃৎ ধরনীকোলে নবজাতকের বেশে...


প্রেমময় জগতের দিকেই পা বাড়িয়ে,
সে দিন গুনছে সোনালি রোদেলা বাহারে,
আকাশের লাল দিগন্ত ছাড়িয়ে...