সেও তো বাতাসই-
সোয়ামীর বুক শীতল করে
একথাল মরিচ-ভাতের উষ্ণতা কমায়,
তালপাতার হাতপাখাটা চালিয়ে।


তাকে দেখা যাবে না
পারবে না ধরতেও;
তা বলে হাওয়া যে হাওয়া হয়েছে,
সেকথাও বলা যাবে না বুক বাজিয়ে।


মরুভূমির তপ্ত হাওয়া,
সমুদ্রের শীতল হাওয়া,
পাহাড়ের আর্দ্র হাওয়া,
ছাড়িয়ে ওই বাঁচার শ্বাস।


সে আমার আদ্যোপান্ত জড়িয়ে রয়েছে;
"এখনও তারে চোখে দেখিনি,
শুধু বাঁশি শুনেছি..."
এই বাঁশির শব্দেও তারই ঘোরাঘুরি।


এক কথায় বলা যায় 'শব্দ-ব্রহ্ম-স্বরূপা'।