'তোমায় আমি ভালোবাসি,
ভীষণ ভালোবাসি!'
নীরব অপলক চোখের তারায়,
যেটা না বলা কথা ছিলো,
হারিয়ে গেল,
ব্রহ্মা উচ্ছিষ্ট হলো, সম্পর্ক এগিয়ে ....


প্রেম এখনও চোখের কোণায়,
বিবাহের ফুলশয্যা রাতের গভীরে,
তবুও ফুল শুকিয়ে যায়,
নতুন অধ্যায়!
সাংসারিক বন্ধনডোর।
স্বর্গীয় প্রেমের মৃত্যু ...
দৈহিক প্রেমের তাণ্ডবলীলা।


এরপর আর এক জীবন,
ভার বইবার,
কারো কারো মতে,
বিবাহ, বিশেষ ভাবে বহনের ক্ষমতা।
লোক দেখানো হাসি,
আহা! বড় সুখেই আছি ...


বিশ্বপ্রেম বন্দী এখন প্রেমের ফাঁদে,
দুজনের সংসারে দুদিনের খেলাঘর,
নয় চিরন্তন।
যেদিন এই ভাবনা তোমায় তাড়া করবে,
পৃথিবী চেনার দিন যাবে সূর্যাস্তের পথে,
আর সেই পথ তোমায় ভাসিয়ে নেবে,
মোহনায়, কালের সংগমে।


তবু কেন মনে হয়,
শুধু এরজন্যেই কি আসা যাওয়া ...