পাখির সোহাগ         আকাশে বেহাগ
             ফুল সোহাগী অলি,
কূলের চিরাগ             জীবন বেদাগ
             পায় না - কৃষ্ণকলি!


সন্তান হারা             আজ স্বামী ছাড়া
             সমাজে কদর কই?
কারা চারদিকে          মানুষেরা ফিকে
             ফুলের মাঝারে রই।

সাজানো বাগানে          ওরা মধু টানে!
            ভাবতে অবাক লাগে,
চোখে ভরা জল              লুকিয়ে গরল
           গোপণে কেউটে জাগে।


নাগকেশরের                 গন্ধে তাদের
               মত্ত মনেরে ভরি,
ছলাকলা দিয়ে              তার বিনিময়ে
            অলখে ছোবল্ মারি।


মদির ভুবনে               নেশেল নয়নে
             শুধু অভিনয় রাখি।
মাটির আদরে               সুখের কবরে      
            সব জ্বালা হয় 'পাখি'।।