জঙ্গলমহলে এখন ঝলমলে রোদ
পাতায় পাতায় খুশির আমেজ
সবুজ ঘাসের গালিচায়
মনমাতানো রোদেলা নিমন্ত্রন...


তবুও খানিক অপেক্ষা
নীলাম্বরীর ভরসায় চলাই দায়
অথচ বাঁধ বাধ সাধছে প্রাপ্য জল থেকে
তাই বনানী পারছে না পেখম মেলতে...


সারাদিন করাতকলও খোলা
তাদের উপকরণ যোগাতে
সৎ কিম্বা অসৎপথেই কাঠুরের ঠকঠক
গরীব ওরাও তবে সচেতন নয়...


এভাবেই ধূলোয় লুটিয়ে পড়ে
তাদের মস্ত উন্নত মস্তক
পাহাড়ের মানুষেরাও নতজানু হয়ে
হার মানে অসভ্যতার অগ্রগতি থেকে...