যদিও ওরা কেউই নিয়মিত নয়,
তবুও ঠিকই আসে, ঘাসে ঘাসে;
অস্তিত্বে নজির রেখে চলে যায়।


দূর্বল ভেবে ও ভোরের আলোয়,
যখন  কিছুটা এড়িয়ে চলে যাই,
ভয় পাই, ভুল তো হতেও পারে!


আবারও খুঁটিয়ে সেই নজরদান,
হয়তো তা হতেও পারে অভিমান,
কিম্বা আবার নতুন অধ্যায় শুরু।


লঘুগুরু বিচার সময়ে স্তিমিত হয়,
পায়ে পায়ে ফের অজানা পথচলা-
আবার বলা, এলো নয়া দিগ্বিজয়!