আমার সব গোপনেই কি - আমি আছি?
দিনরাত্তির খেলার চেষ্টাও চালিয়ে গেছি,
আর তা থেকেই বাঁচবার রসদ পেয়েছি;
কিন্তু সেখানেই রয়েছে আমার ছায়ারাও...


দিনের শব্দে বাল্যখিল্যের দুর্নিবার টান,
রাতের শব্দে ক্লান্তির অপরিমেয় বিশ্রাম,
এসব থেকেও শব্দ আজ ভাগে টানটান;
বেশ খানিক কেড়ে নেয় মুঠোফোনটাও...


একদিন তো অহঙ্কারী সাজগোজ ছেড়ে,
যেতে হবে অপেক্ষমান ডাকের খাতিরে,
চেষ্টা শুধু নিজেকে রাখা স্মৃতির আঁচড়ে;
ভালবাসার চূড়ান্ত আবেশের খানিকটাও...


আজ কল্পনায় আসে না ঝিনুকের রঙ,
ভাবিনা কোবিড পারদ ওঠানামার ঢঙ,
ভাবনা কেবল কতখানি রেখে হব সঙ;
ছায়া আমির জন্যে,কতটা কম রেখেও...