শুধুমাত্র যেতে হবে বলেই
একসময় দিনও চলেই যায়,
প্রায় অন্ধের মতোই যেন
অকারণে হাঁটছি সারাদিন
গতিহীন নিয়ম বিহীন,
কেউ কেউ বলেন, শৌখিন...


কাশ্মীরি কাজকরা লাঠির জীবনে
একপা দুপা ঠকঠক,
খুকখুকে কাশি।
জীবনচরিত এখন অস্তমিত সূর্যের মতই;
চারপাশটা লাল,
সবেতেই বারণ,বেসামাল...


এইতো কাছে আসার সময়
একবার এসে কর্পূরের গন্ধটা নাহয়
ছড়িয়ে দাও দেহে...বুকে...
প্রয়োজনে দীপশিখাটা জ্বালো কিছুক্ষণ!
তারপর-
উদ্বায়ী জীবনের অলিখিত হিসেবগুলো,
শেষবারের মতো গুছিয়ে নিয়ে,
পারি দাও নিরুদ্দেশের পথে...