আমায় ছেড়ে আমিও চলে গেলাম।
কোথায় গেলাম?
হয়তো কোন গভীর কালো বনে,
কিংবা কোন অথৈ সায়র তলে,
হতেও পারে উঁচু কোন হিমাদ্রি শিখরে।


হাতে এখন সময় অনেক কম
এম্বুলেন্স, ঘাত প্রতিঘাতে ,লাশের ছড়াছড়ি
শকুন দৃষ্টি মেলে এখন অপেক্ষাতে আছে।
যদিও ফোকাসে তার
এখনো আমি দূরে, বহূদূরে।


জীবন সেতো হারিয়ে গেছে,
সবুজ বলে অবুঝ কি কেউ থাকে?
চারদিকে দেখি ধূ...ধূ...মরু সাহারা,
কতো না ক্লান্তি জমে আছে..জলে
শান্তি, তৃষ্ণা,বিরাম হারিয়ে গেছে।


সময় নেই ..শান্তি কই..
ভাবতে ভাবতে আমিও চলে গেলাম।