১) পাঁচে > কালের ফেরে


আষাঢ় সময় ভাসার,
কাদায় মুক্তি চাষার।
আকাশ নীল,
উড়ছে চিল,
তুলট মেঘের পসার!


২) চারে > তৈলগুনে


ব্রাত্যজনে সুবোধ মনে
প্রচার যদি চালায়,
অভাজনে তেলের গুনে
চাঁদেই পা বাড়ায়।


৩) তিনে > গঙ্গা যমুনা


সুখ দুঃখ দুটি ধারা!
না ক্রোধে, না জীবনবোধে,
কেউ তো নয় কাউকে ছাড়া।


৪) দুয়ে > ঠেকে শেখা


আঘাত পেয়ে ঠিক বুঝেছি,
বৃথাই ভস্মে ঘি ঢেলেছি।


৫) একে > একান্ত আপন


আমি কাঁদলেও সে হাসে না, প্রিয় আয়না।