এসো, এবার কথার ওপরে কথা সাজিয়ে-
একটা বিশাল পাহাড় গড়ে তুলি,
খিদের তাড়নায় যাদের মুখে নেই বুলি,
তাদের জন্যে এসো ফাঁকা রাখি গুহাগুলি,
ব্যবস্থা তো একটা কিছু হলো? কি বলো!
এবারে এসো, পাহাড়টা তবে গড়ে তুলি...


শুনেছিলাম কালবোশেখি আসছে নাকি ধেয়ে,
অসংখ্য মানুষের ধাতেগড়া একই শব্দবুলি,
উড়িয়ে দিতে কি পারবে সেই ঝড়ের ধূলোগুলি?
নাও যদি পারে তাতে ক্ষতি কি এমন!
দেখবো বসে টিভি খুলে ত্রাণব্যবস্থা চলছে কেমন?
রয়েই যাক দূষিত সে সব বেশকিছু শব্দাবলি...


কেউ আবার জাল বুনেই চলেছে বেশ গুছিয়ে-
হয় রোগগ্রস্থ নয় দুস্থ দুএকটা বলি,
মা গো! বল্, এত রক্ত কিভাবে তুই পেলি?
ভাবলি না সেও যে তোরই সন্তানই ছিলো!
তারও আছে মনুষ্যত্ব ভাগের কিছুটা মান,
আর কতবার বলবি বল,পাহাড় গড়ে তুলি??