পাহাড়তলির বাহার নিয়েই
ওরা তো বেশ আছে,
খাগের বদলা বাঁশের কঞ্চি
পড়াও  থেমে গেছে।


ওদের মনটা ঘ্রাণে বিবশ
মহুয়া বন ধারে,
জানেই না তো এর বাইরে
জগৎ থাকতে পারে।


দিনের সূর্য কৃপণ বড়ই
কমই আলো মেলে,
ভাতের গন্ধে মাঝে মধ্যে
হয়তো চুলা জ্বলে।


এমনি করে জীবন ভরে
ওরাই কবিতা হয়,
নইলে যে এই জীবন হতো
নিছকই গদ্যময়।


*****************************


*** গতকাল পারমিতা ব্যানাজ্জীর লেখায়
মুগ্ধ  হয়ে  যে মতামতটি দিয়েছিলাম আজ
সেটা  নামকরণ  করে পোস্ট করলাম। তাই
কবিতাটি  ওই  কবিবন্ধুকে উৎসর্গ করলাম।