মেঘলা আকাশে হত
স্বপ্নমাখা পাখি;
একসময় গল্প হয়ে যায়,
মোহনার ছবি নিয়েও
নদীটি অসময়ে;
বেসামাল পথে হারায়।


নতুন করে আবারও
স্বপ্নজাল বুনন;
অসম্ভবই প্রায়,
নতুন করে পথের হদিশ
কেই বা আর দেখাবে;
যেতে মোহনায়।


কাটাছেঁড়া করতে আজ
সবাই শিখে গেছে;
নানান পথের নানান উপায়,
শূন্য বহু জমি অনাবাদি
খুঁজে মরি আর এক লালন;
যদি এসে প্রেমের দীপক জ্বালায়।