বসন্ত লেগে ছিলো চোখে
আগেও ছিলো, এখনো আছে!
আবহাওয়ার দুর্বিপাকে
প্রকাশ ভঙ্গি বদলে গেছে।


হালের টানে উজানে যাওয়া,
ভাঙা জোয়ার বদলি হাওয়া।


চলার সাধ্যি মধ্যবিত্তে
হারিয়ে খুঁজছে করুণ সুরে,
তবুও কখনো পেলব চিত্তে
মন চলে যায় যেন সুদূরে।


*************************


***লেখাটি কবিবর মুশফিকুর রহমানকে
একসময়  উত্তর  হিসেবে দেওয়া হয়েছিল।
তাই, এটি তাঁকেই উৎসর্গ করলাম।