অনেকটা ঘটনাই যেন ফুটে উঠছিলো;
আবর্জনাগুলোকে নিয়ে ঘাটতে ঘাটতে।
সারাজীবনের সংগ্রহ বলে কথা !
বাহাত্তুরে বুড়িই বা মাপে কম কিসের...


জন্মলগ্ন থেকেই অভ্যাসবশতঃ,
নানান জটিলতা, ভাগাভাগি, নীরবে সয়ে;
বয়স তো হলো! দৃষ্টি স্বভাবতঃই ক্ষীণ,
চেষ্টা করলে স্বাভাবিকও বলা যায়...


অপুষ্টিজনিত পীড়া ভুগিয়েছে অনেক ,
সংসারীরা জানে বাজেট ঘাটতির মানে!
চিকিৎসা বা ঘর মেরামত আর হয় না।
তায় সে ছেলেদের উপরে নির্ভরশীল ...


সন্তান সংসার দেখে, নাকি মাকে দেখে !
তাই জঞ্জাল নিয়ে খোঁজা পরশপাথর,
অর্জিত ধূলা ঘেঁটে কিছুই কি মিলবে না?
একটা‌ দরদী রত্ন! খুব প্রয়োজন ...


                           ১৫/০৮/২০১৮
                           পানিহাটী