রাতের শেষে তারার দেশে চাঁদও দে যায় ফাঁকি,
রাত  পরীরা  দেয়  মহড়া  তুষার  ধবল  সাজে!
দূর  গগনে   নিশুত  ক্ষণে  রবির  কিরণ  দেখি,
রাতের শেষে তারার দেশে চাঁদও দে যায় ফাঁকি!
রঙ বাহারে লাল পাহাড়ে  হীরের আংটি সে কী?
হিমেল  চূড়ায়  যে  রঙ ধরায় সুরের বীণা বাজে,
রাতের শেষে তারার দেশে চাঁদও দে যায় ফাঁকি,
রাত  পরীরা  দেয়  মহড়া  তুষার  ধবল  সাজে!