প্রাণ ছাড়া ঘোরাফেরা, প্রতিষ্ঠা প্রতীক্ষায়!
মৃত্যুঘন্টা থেমেথেমে ধায় জোয়ার ভাটায়
ভাসছি খড়কুটোর  বেশে এপারে ওপারে
অস্তিত্ব-পচন ধরে ওই  কাঠামোর নজরে
তবুও পুরোনো শেষের প্রদীপে, মন টানে...


একদিন কাঠাম হয়েই যাব কুমোরপাড়া
রূপে সজ্জায় পাবো অন্য প্রতিমার ধারা
আবারও চঞ্চলতা ঘিরবে ঠিক চারপাশে
নতুন মূর্তি দেখবো,যাবে দর্পণেই ভেসে
এভাবে চলাচল চলে আবাহন বিসর্জনে...


কুমোরপাড়া ছেড়ে যাওয়া পুজো মণ্ডপে
কখনো বিসর্জনে,গঙ্গাজল দেয় প্রক্ষেপে
বেঁচে আমি থাকবোই তবু লাশের মতন
কাঠামোয় ঘুণ ধরে,সেটা না হলে বর্জন
অন্তিমে অমল মুক্তি সে শক্তির আহ্বানে...