ট্র্যাপিজের খেলায় মেতে
ছুঁড়ে দিচ্ছো মানুষ হাত থে‌কে হাতে,
তবুও মই বেয়ে বেয়ে পালে পালে উঠছে
এ লড়াই বাঁচার লড়াই মানছে...


জানি না কখনো, না কি কবেই বা?
ওরাও পাবে হাততালি নয়তো বাহবা!
হয়তো দিতে পারবো ওদের একই মাটির দখল
নয় একই আকাশ পথে আলোর চলাচল...


অপলক দৃষ্টিতেই তাকাতে ওরা জানে
কোনো কোনো সময় পাইনা সে চাওয়ার মানে,
দূর দূরান্ত হতে লোককে ডাকার কী বাহানা
তাঁবুর মাথায় তীব্র ফোকাসে আলোর নিশানা...


লোক আসছে, লোক যাচ্ছে, আনন্দ লুটছে,
জোকার বেকার ঘুরে মরছে!
কিন্তু ঠিকঠাক একবারও কেউ কি এরা জানে
জীবন মৃত্যু মুঠোয় নিয়ে এই বাঁচার কি মানে...