কাটছে সময় জাল বুনে
ভয়েতে নয় ঘোরে,
তবুও পথের ডাক শুনে
যেতেই হবে ঘরে।


ঘুরছি বন্ধু অনেক কাল
ধূলো গায়ে মেখে,
ভাবছি ছাড়বো মায়া জাল
খেলাঘরের থে‌কে।


যাতায়াতে চমকে যাই
অহমে ভরা কায়,
পলের ওপর মাত্রা তাই
আঁধারে ঘনছায়।


চিনলে পরে আসল পথ
জাগবে মনে দোল,
আসবো ফিরে সঙ্গে রথ
পাই যেন মা কোল।