#######################
Lord Tennyson এর লেখা Home
they brought her warrior dead
কবিতার ছায়া অবলম্বনে এই রচনা।
#######################


কোণে বসে আছে -
তবু কানায় কানায় ভরা!
দিগন্ত বিস্তৃত পর্যবেক্ষণ শেষ।
এখন দৃষ্টি নিরাকার,
দীপ্তি নেই, নেই হতাশাও,
তার সামনে এখন শুধু তুমি।


তার কাঙ্খিত তুমি,
তার বিস্মৃত তুমি,
তার চিরসখা তুমি,
তার কালঘুমের তুমি,
একসাথে একই দৃশ্যপটে-
শুয়ে আছ একই কোণায়।


কোণে বসে আছে-
শুধু কানায় কানায় ভরা,
নেই একবিন্দুও নির্ঝর!
সবটা জল বরফ এখন,
পড়ে থাকা নিষ্প্রান -
দেহটাও শীতল যেমন।


এক সময় এক বৃদ্ধা আসে,
বোঝে তার বরফ শীতলতা!
শেষ খুঁজে পায় না,
অন্তিম পরিনতি ভাবতে পারেনা,
তবে কি আদর্শ সৈনিক আজও-
ভোলেনি প্রিয়ারে?
যাত্রা পথ দোঁহে মিলে করিবে উজ্জ্বল?
তা কীভাবে হয়?


এখন নবজাতক পাথরের কোলে,
অবিশ্রান্ত ধারা বর্ষণ।