কতকাল আর বিভেদ পাহাড়!
অনেক তো হলো, তাকা একবার।


সহস্র মুখ হয়ে উৎসুক,
তাকিয়ে রয়েছে ওরে উজবুক!


তাদের ও বুকে সঁপে দে নিজেকে,
হারিয়ে ফেল না নিজ সত্ত্বাকে।


দেখ্, চৌকাঠ হবে চৌপাট,
পা দিলে বাইরে মানুষের হাট।


তখন কে কার? সবাই সবার,
আনন্দধারা বয় অনিবার।