বিলেত থেকে ডিগ্রি নিয়ে
এলেন খুঁড়ো প্রাণনাথ,
গপ্পো বলে মন মাতানো
সব্বাই হেসে কুপোকাত।


খুঁড়ো বলেন, "জানিস ছোঁড়া,
ও দেশটা - মন ভরালে!
মনের মতো জিনিস মেলে
দু হাতে অর্থ ছড়ালে।
সব্জি সব, আহা!  কি তাজা,
উচ্ছে, শসা আর বেগুন..
পটল ছাড়া সবই মেলে
কি জানি? ওটা কেন আগুন! "


শুনে আমার ছোড়দা বলে,
" একদমই ঠিক ব্যপারটা।
পটল তোলা জানেনা ওরা
হোক না যতই কেউকেটা।
ভালোভাবে দেখলে দেখিস
ট্রেনে, বাসে বা ফুটপাতে ;
পটোল তোলা! লোক বা কই -
হাজার কয়েক এক সাথে?"


# পথ দুর্ঘটনা এড়িয়ে চলুন।