শব্দহারা জীবনের শেষ প্রতিলিপি
রজনীগন্ধার মালা হয়ে শবদেহে  মিলিয়ে যাচ্ছে
প্রাণভোমরার সব ছটফট ব্যর্থ করে,
প্রাণের দশা আকুল হয়ে সে কথা বলছে...


জীবনগল্পের একটা অস্ফুট অধ্যায়
এই তো সেদিনও কড়া নাড়ছিলো
দরজার পাশঘেঁষে হাজার পদধূলি আশ্রিত
অনামি একটা পাপোশেরই মতো...


জীবনের বাঁক পার হতে হতে
হঠাৎ এমন আর কিইবা ঘটলো
সবদিকের পথগুলো একে একে বন্ধ করে
আমাকে পাঠিয়ে দিলো সোজা - চোরা কুঠুরিতে...


আলোর খবর পৌঁছে গেছে
বাতিওয়ালার দৈনন্দিন রুটিন মারফত
তবুও আশঙ্কা জাগে মনে সময়ে যদি না পাই
অস্থির দোটানায় অন্ধকার কামরায়...