প্রথম দেখা
বর্ষারাতে বই হাতে
ষ্টেশনের আলোয়
তবু অন্ধকারে।
আবার দেখা
হৈম সকালে উড়ন্ত আঁচলে
পারঘাটের কুয়াশায়
অস্পষ্ট তখনো।
শেষ দেখা
বাসন্তী রোদে ব্যাগ কাঁধে
অফিস পাড়ায়
বেশ উজ্জ্বল।
আর দেখিনি
হয়তো এখন সে
আমার দেখা চোখেই
অন্যকে দেখে।