তুমি যন্ত্র গড়েছো!

চাকা থেকে
বাস্প, বিদ্যুৎ বা
আনবিক বিবর্তনে
উৎপাদিকা শক্তি
তার অনেক পরিণত।
স্রষ্টা মানুষ!

তুমিও কি যন্ত্র নও?

আ্যমিবা থেকে
বাণর, গেরিলা বা
শিম্পাঞ্জীর বিবর্তনে
শুধু মাত্র মানুষ গড়ার
উৎপাদিকা শক্তি
নও কি তুমিও?

স্রষ্টা মানুষ!!