বেতারকে বল্লাম
কবিতা শুনবো
কবিতা শোনালো
তোমার কবিতা।


মন ভার
তোমার কবিতা
আমায় টানছে বারবার
তোমার দুয়ারে,
যে দোর রেখেছো বন্ধ
কোনো এক
কুয়াশার রাত থেকে।


সাত সমুদ্দুর পেরিয়ে
ফালতু চিন্তা ঝেড়ে ফেলে
এক আকাশ বুকটাকে সামলে
বাস্তবে পা রাখলাম।
যন্ত্রটাকে বল্লাম,
বন্ধ কর তোমার কবিতা,
আমি শুনতে  চাই না আর।


শুনলো না।
ভুলেই গেছিলাম
আজ তুমি আমার নও
আজ তুমি বে তারের
যে তারের খেলাঘর
ইথারে ...ইথারে ...।