দুষ্টু ছেলের বকবকানি
চলছিল সেই সকাল থেকে,
দাদুর রাগও বাড়ছিল তাই
বললে দাদু জোরসে হেঁকে,
"ওরে, কে আছিস, আয় না -
খোকনটাকে নিয়ে যা,
দেখছিস না নইলে আমার
অঙ্ক মোটেই মিলছে না। "


চিৎকারেতে ঘাবড়ে খোকন
ছুড়লে যখন হাতখানা,
কালিতে অঙ্ক ভরেই গেল
হেসেই দাদু আটখানা।
অঙ্কের কি মূল্য তা তো
এখনও তুই বুঝলি না,
মিলিয়ে দিলি সবকিছু তাই
একটুও তুই ভাবলি না।


বল্লে দাদু, "আয়,তবে আয়,
তাহলে একটা গল্প বলি,
কেউ এলে যে,শুনে ফেলবে,
আগে দরজায় খিলটা তুলি। "
এই বলে দাদু দুহাত বাড়িয়ে
কোলে তুলে নেয় খোকনকে,
খাতা পত্তোর রইলো ছড়ানো
যেমন ছড়িয়ে রোজই থাকে।