তোমাদের আলো আবছায়া -
আমার চলার পথ সুগম করেছে।
আমি তাদের মাঝেই থাকতে চাই ,
রাখতে চাই তাদেরও আপন বৃত্তে ঘিরে,
আছো যারা এ কবিতার প্রেম নিবেদনে।


যদি কোনদিনও বন্ধু দেখ -
কালোছায়া ঘিরেছে আমায়,
গ্রাস করছে গ্রহণের মত।
তাহলে... সত্যিই বন্ধু  হলে , বাঁধা দিও।
সাবধান করো -
আমিও যে তোমাদেরই একজন।


তবুও যদি কোনো দিন -
শকুনের দৃষ্টি পড়ে আমার উপরে,
সত্য থেকে পদোস্খলন ঘটে এ আমার,
সংকোচ করো না কক্ষণো -
বাধা দিও সরাসরি ,
কাঁটাছেড়া কোরো
আমার সেই কবিতা লাশেরে।


হয়তো তখনো দেখবে আমি মানবো না,
হয়তো দেখবে রয়ে গেলাম ,
অনিশ্চিত জীবনকে সঙ্গী করেই।
একদম চিন্তা করবে না -
বোতাম তো তোমাদেরই হাতে।
একদম হাত না কাঁপিয়ে,
ডিলিটটা টেপ ... ব্যাস্...। আর কি?
বন্ধুকে বিদায়...বিদায় চিরতরে...
সেটাই হবে তোমার কবির মরণ বিদায়।


সোমালী !
তোমায় বলছি,
কথা দাও....তুমিও কিন্তু ...
বাবাইকে কক্ষণো ক্ষমা করবে না।
তোমার চোখে রেখ না বিন্দুমাত্র জল।
কলমে তোমার আগুন ঝরিও,
আর তুমি থেকে যেও -
আমার দেখানো পথে ,
সত্যকে নিত্য সঙ্গী করে।
তোমার আগুনে চিতা উঠবে জ্বলে -
আমার যত অসম্মান আর লাঞ্ছনাকে ছাড়খার করে ,
গড়ে তুলবে এক নতুন পৃথিবী।


অমরত্ব?...হায়!..সে তো সবার জন্য নয়।