রঙিন কাঁচে -
সাদা হয় লাল,
সবুজ হলুদ,
শুধুমাত্র কাঁচের তফাৎ।


সাদা মন স্বচ্ছ কাঁচ -
পারদের অনুলেপনে,
আর সে কোন কিছুই
নিজে ধরে রাখে না,
সব বিম্বই প্রতিবিম্ব হয়।
একপিঠ তখনও -
লাল আস্তরনে ঘেরা,
নিষ্প্রভ অন্ধকার ময়।


তবে কেন আর
রঙিন চোখে দেখা?
কেনইবা এ অনুলেপন?
স্বচ্ছই থাকতে
দাও না ওকে,
যেতে দাও না -
মুক্ত আলোকে,
কোন বন্ধন ছাড়াই ;
স্বচ্ছই থাকুক না কাঁচ
স্ব মহিমায়।