এখন সংগ্রাম দুজনের -
মন আর আমি।
জীবন মজা লুটছে ;
তার চারদিকে থাকে থাকে ইঁট,
সাথে সিমেন্ট আর বালি,
প্রাচীর যদিও শক্ত, মজবুত -
তবুও সারি সারি ইঁট।


প্রতিটা ক্ষোভ, প্রতিটা আঘাত,
বালিখসা প্লাস্টার যেন!
তবু তাকে মানতেই হবে -
এই নাকি জীবনের রীতি,
জন্মাবধি এই ক্লিষ্ট ক্ষুধার্ত সংগ্রাম,
নির্মম, নিষ্ঠুর আর ক্লেদাক্ত।
সেই কিন্তু চিরসত্য নিরন্তর।


মন এক জ্বলন্ত অঙ্গার,
এক জীবন্ত জিজ্ঞাসা,
ছাইচাপা আগুনই -
শুধু উত্তর যোগাবে।
প্রতিটা গুহা কন্দরের মুখ -
পাথর দিয়ে চাপা।
জানি না কত আর বইবো পাথর।


এ যাত্রায় মন বেঁচে গেলো,
আমার আমি এসে -
বোঝাটাকে কাঁধে তুললাম,
আর কোন প্রশ্নই উঠলো না।
অনেক অনেক পথ এখনো চলার,
অনন্ত অসীমেরে সংগী মানলাম।
এখন আমি কেবল তারই ক্রীতদাস।