শিথিল স্বপ্ন রেখো না যত্ন করে
                     বাকি জীবনটা ভরে,
বহুদিনে বহুযুগে বন্দী হবার রোগে
                         ভুগেছ অন্ধকারে।


রূপালী পর্দা নয় এ জীবন,
কেন ব্যার্থতা? কেন ক্রন্দন?
পাষাণ কঠিন মুক্ত নবীন -
চলো, আলো পথ ধরে,
                   থেকো না অন্ধকারে।


চল অরুণাচলের পথে -
ভেঙে এই মায়াজাল ,
চল নতুন যুগের প্রাতে -
ছেড়ে পুরনো এ কঙ্কাল,
বাঁধন ভাঙার এই শুভদিনে -
আঘাত হানো গো ব্যার্থ প্রাচীনে ,
শুধু দক্ষতা , রেখো গো স্মরণে -
এগোও, পিছু না ফিরে,
                   ডুবো না অন্ধকারে।