আজো তরী বেয়ে যাই একলা অজানায়
ভাঙাগড়া নদীর দুকুলে,
ঈশান কোনের কালো মেঘ এখন আমায়
ঘিরে চলেছে...ঘিরেই চলছে...
হাল ধরবার কেউ আছো কি?....
কেউ কি আছো? ...
পাল ভাঙা তরনীর হাল ধরবার মতো !


কেউ আসে না,
জানতাম কেউ আসবে না,
আমি সেই ঘনাবৃত মেঘের ভ্রুকুটির
মাঝে একাই রয়ে যাব,
ক্রমাগত পরিণত ঝড়ের তাণ্ডবে -
সজীব বৃক্ষ হতে ধীরে ধীরে  
ফুল ঝরে যায়...ঝরেই যায় ...


ঘোর অন্ধকার,
অশনিসংকেতে মেঘ ডাকে,
হায়! আবার বুঝি বৃন্তহারা হলো,
কোনো কুঁড়ি বা অন্য কোনো ফুল।
নদীর দুকুলই এখন রাঙা
মেঘের দুরন্ত লালের আভাসে ।
কেউ আছ? ...কেউ কি আছ?...  


তোমরা কি বুঝতে পারছ না ?
কত ভয় করছে আমার...কত্তো ভয়...
গত অতীতের কঙ্কাল ফিরে ফিরেই
কেন যে আসে বারবার! ঘেরে শুধু আমাকেই?
উপহাস ভরে ওরা আজ কেবলই বলছে আমায়,
"কেউ তো আসবে না..কেউ আসে না ..
তোমাকেই ধরতে হবে এ হাল।"