চন্দ্রচূড় জটাজাল হতে,
বরফ বন্দী জল নামে,
বসতি গড়ে ওঠে,
দুকূল ছাপিয়ে নদী ধায়।


তরলের ধর্মই -
অবিরাম ধারে নিম্নে গমন,
রসাতল নেই বেশী দূরে ,
যেন এক তরল-মতি!


নিশ্চিন্তে সাগরে বিশ্রাম।
নেই উন্নতি, নেই রূপান্তর,
পারে না সে গগন বিহার,
যে কাজ আত্মার!


কিন্তু সবই পারে,
যদি পায় সঠিক উত্তাপ,
কিম্বা স্পর্শ রবিকরের,
সেইতো তার পথ প্রদর্শক।