মানুষ মারার কারখানাতে
লোক রয়েছে যত,
মানুষ গড়ার ময়দানেতে
ভীড় কী পাচ্ছ তত?


কি করে আজ মানুষের দাম
এতই সস্তা হলো,
সময় ছিলো। ভেবেছো কি গো?
দৃষ্টি কি তায় ছিলো?


খুন কা বদলা খুনের নীতি -
চলবে কত আর,
আলোর পথে আনতে পার কি?
- যারা করে অনাচার।


এমনটা কেন হলো রে, ভাই -
এমন কেন হলো?
রাস্তাঘাটে বা আবর্জনায়
নিরীহের প্রাণ গেলো।


আমাদেরও দায়িত্ব ছিলো যে
মানুষকে গড়বার,
পালন করিনি। আজ কিভাবে
করবো অস্বীকার ?


বলতে পার আগামীকে আর
কি বা জবাব দেবে?
আঙ্গুল উঁচিয়ে ওরা যেদিন
আমাদের দেখাবে।


নিজের ঘরের চিন্তা করে -
গড়ছো স্বার্থপর!
সবার ঘরকে নিজের ভাব,
সেই খুব দরকার।


দেখবে তখন ময়দানেতে
সবুজ সমাগত,
পথের মাঝেই পথ খুঁজে নাও
একের থেকে শত।


এখনো ভাবার সময় আছে
কিছু না কিছু তো করো।
নইলে! ইতিহাসের পাতায়
ধিক্কার নিয়ে মরো।