সকালে চায়ের টেবিলে। নজর কাগজে -
ওমলেটের স্বাদ নিচ্ছি বেশ আমেজ করে,
যত্তসব খারাপ খবর ! বধূ হত্যা, ধর্ষণ,
হানাহানি। মোটের উপর থমথমে ভাব।


ঘরে টিভি চলছিল, ঘরনীর ঐ এক নেশা,
স্থিরতার লেশমাত্র নেই। রিমোটে ভ্রমণ।
তবু, কোথাও না কোথাও তো থমকাবেই,
দেখা গেল কোনো এক চ্যানেলে গান হবে।


গেরুয়া বসন, পায়ে ঘুঙুর, হাতে একতারা।
গান কেমন করবে বোঝাই বেশ মুশকিল,
বাজনার আওয়াজ! সে তো মাত্রা ছাড়িয়ে,
কোমর দুলিয়ে অনভ্যস্ত একতারায় গান।


হঠাৎ কানে ভেসে এলো সুর..গভীর সুর..
একাত্ম হয়ে মিলে গেলাম সুরের সাগরে,
মনে হলো কেন অত্যাচার? কেন এ হত্যা?
কী আছে জীবনে ? কী যাবে মরন সাথে?


সুর ভেসে আসে কোনো অমৃতলোক হতে,
আমি স্থির নয়নে দেখছি মহাত্মার ছবিটি,
সব লোকে কয় লালন কী জাত সংসারে?
গান চলছে ...সুর চলছে ...চলছে প্রাণও।