কলম তুমি যে, সজীবই আছ এখনো,
জীবনে প্রেম আছে, বিদ্রোহ আছে প্রাণে,
যখন যেটার প্রয়োজন, তাও জানো,
শব্দ কবিতা কিংবা প্রাণের গানে।


আমি জানি, তুমি কখনো নীরব নও,
প্রিয়ার চলার পথেতে রজনীগন্ধা।
পাশাপাশি তুমি আগুনো জ্বালাতে চাও,
শত্রু শিবির!  চলুক না আজ মন্দা।


তুমি ফের এলে - গভীর অন্ধকারে,
কলম! এসো হে, ঝরাও বহ্নিশিখা -
রক্তরাঙানো তলোয়ারও, ভয়ে মরে!
লাল কালি দেবে জীবনের জয়টিকা।