লাইন দেখলাম-
চালের জন্য,
রেশন দোকানে।


লাইন দেখলাম-
কেরাসিনের জন্য,
গলির মোড়েতে।


লাইন দেখলাম -
টিকেটের জন্য,
সিনেমার হলে।


একই লাইন।
কখনো ক্ষুধায়,
কখনো বারুদে,
কখনোবা দেখা যায়
কোনো হুল্লোড়ে।


কে আগে? কে পরে?
তাই বিশৃঙ্খলা,
আমি! নাঃ, তুই না আমি!
দড়ি টানাটানি,
তারপর?
এই যে দাদা, যাচ্ছেন কই!
জায়গা ছিলো,
ফালতু বকবেন না -
কি বললেন?
কি আবার বলবো? মস্তানি!
আবে শালা চুপ!


এবার হৈচৈ, হট্টগোল,
দুমদাম খানকতক পটকা,
ফটাস ফটাস দু চারটে গুলি,
সব বাড়ির জানলা বন্ধ।


কালো ভ্যান।
যথারীতি সব শুনশান।


গণ্ডগোল থামার পর-
নজরে পরলো,
একটা মানুষের লাশ,
সংগে একটা কুকুরের -
পেটে বাচ্চা ছিলো।