ওখানে কমা ছিলো -
কেন লেখ নি?
যতিগুলো দাঁড়ি কেন?
ভেবে দেখ নি,
বিস্ময় প্রশ্ন কিভাবে?
আগে ভাব নি!


জানি না -
কমা কি করবে ক্ষমা?
তার অবহেলা,
যতি কি মানবে ক্ষতি?
স্তব্ধতার জ্বালা!
বিস্ময় কি রবে নির্ভয়?
মেনে প্রশ্নের হেলা।


শুধু জানি,
ওরা সবাই আছে, ভরা জগতময়,
ভুলটা আদৌ কোন লেখাতেই নয়!
কার কোথা কতটা, থামা প্রয়োজন -
সেই গণ্ডি মেনেই, কি চলে এই মন?
ভুল যা, তা তো সারা জীবনটাময় -
চলা না চলার পথে, কতই ভুল হয়।
মেনে নিতে হয় বন্ধু, ভুলের জীবন,
ওদের ভুলের জন্য , ওটাই কারণ!