বসে আছি একা শুধু একা,
বন্ধ ঘরের জানালায় বসে-
কখনো একটু  উঁকি দেয়া,
দূরে বসে কখনো বা দেখা-
চলমান নয়া প্রজন্ম চিত্র।


কী ভীষণ গতিতে পথচলা,
টপকানোর এক ইঁদুর দৌড়।
কখনোবা মৃদু তালে লয়ে পথ,
হেঁটে হেঁটে বাদাম খেয়ে চলা-
কিছু হাসি, কিছুটা হাত ধরা।


ক্লান্তি চাও? তাও তো পেয়ে যাবে,
ঐ যে এক মায়ের অলস ফেরা,
নিস্প্রান সে চোখে ব্যার্থ চাউনি।
জীবনের মূল্য খুব পিছনে আজ ,
তবু ছেলের ভার শুধু বয়ে চলা।


আমি আজ কিন্তু নীরব দর্শক।
ক্লান্তি আসতেও শরম বিভোর,
অতীত এলব্যাম হাতছানি দেয় -
মেলে ধরি আলো আবছায়ায়,
মনে ফেলে আসা কলম ইতিহাস।


আবারও ফিরি গোপন কোটরে,
ওটাই ঠাঁই, বদলে খাবার পাই।
মন্দলোকে বলে -পাগলা গারদ,
আমি দেখি তা মরণ জয়ী টিকা।
যেখানে চিন্তাদল রয় অবসরে।