গ্রীষ্মের সকালে,
নদীর বুকেতে
বাল্য ছলাৎ ছলাৎ,
আমার ভালবাসা।


বর্ষায় গুমোটে,
ক্ষেত সবুজে
ধানের শীষের ঢেউ,
আমার ভালবাসা।


শরৎ দুপুরে,
ফেরি করে ফেরা
অবসন্ন সে ছেলেটা,
আমার ভালবাসা।


হেমন্ত বাতাসে,
পাতা ঝরা ওই
শঙ্খ বাজিয়ে যুবতী,
আমার ভালবাসা।


শীত কাঁপুনিতে,
লেপের তলায়
গুটিশুটি শীর্ণ বউ,
আমার ভালবাসা।


বসন্ত দুয়ারে,
ফুরিয়ে যাওয়া
রাত পরীর কান্না,
আমার ভালবাসা।


সিন্ধুকে চ্যালেঞ্জ জানানো -
পাথরটা আমার ভালবাসা।
শয্যায় ধুপ বা রজনীগন্ধাও -
আমার; আমারই ভালবাসা।