চশমা চোখে -


শিশুটা অনেক আপন,
বুকেতে নিলাম,
চুমুও খেলাম,
ও বলল,"লজেন্স খাব। "


প্রেয়সী খুবই কাছেই,
সবই ভাল ওর,
পাক্কা নিজের মতন,
ও বলল,"বেড়াতে যাব। "


তাদের কাছেতে গেলাম,
কথাবার্তা তো ভালই,
কি আপ্যায়ন!
তারা সবাই ভীষণ মহান।


ভাঙা চশমা -


ভারি হ্যাংলা তো ছেলেটা!
দুদিনেই বলে কিনা,
লজেন্স খাব!
আরেব্বাস! কত আবদার।


প্রেয়সী কতই না দুরে,
হাসিতে এখন ,
বিষ বয়ে যাচ্ছে যেন,
একেই আমি দেবী ভেবেছিলাম!


ওদেরও ফের দেখলাম,
এক্কেবারে ফালতু,
স্ট্যাটাসের বালাই নেই মোটে,
আশ্চর্য! কি করে ওরা ভালো হয়?


চশমা শেষ,


ভাঙা কাঁচগুলো -
জুড়তে গিয়ে দেখি,
আরে এ কি?
আসলে এগুলো সবই তো -
খণ্ড খণ্ড  ভালবাসা!


জুড়বার আগেই কিন্তু,
সেই চশমাও টুকরো টুকরো।



L