*বসুধা


হৃদ স্পন্দন কে বা বোঝে বলো ?  
হাতের মুঠোয় ফিরে পাওয়া, সেই -
প্রাপ্ত সম্মান কিন্তু অধরাই আজো।


ফল্গুধারার বুক চিরে যে সুধারস !
যদিও তখন শুধু আমারই দখলে -
কিন্তু হায় ! তৃষ্ণা মেটে না কিছুতে।


জীবনভোর বালুচরে রয়েই গেছি,
কেউ না কেউ এসে দেখি খুঁজেই -
যায় , কালো বিভীষিকার অমাকে।


তার দলভুক্ত হয়ে আজ যে আমায়,
ফের জীবনের গান গেয়ে যেতে হবে -
স্বপ্নেও ভাবিনি কখনো,তবুও বাস্তব।


কঠোর নিয়তির করুণ এক পরিহাস!
আমার হৃদয় নিঃসৃত লোহিত কনাকে -
ব্যার্থতার ভারে জর্জরিত করেই গেল।


তবুও আমি কিন্তু এখনো বাঁচতেই চাই,
জীবন আজও আমাকে কুর্নিশ জানায়,
তীব্র দংশন নীরবে সহ্য করেছি বলে।


ধরনীতো শুধু  মন্দের আস্তাবল নয় !  
আজো চেতনা আছে। কতোই না সুধা -
বসুন্ধরার পরিতৃপ্ত দুটি নয়ন জুড়ে।


চোখ খোলা রাখা আজ খুবই প্রয়োজন ,
ভালো আর মন্দকে দর্শনেই বুঝে নেবার -
ভুল যাতে হানা না দেয় ফের একবার।