ভাবতে লজ্জা করে-
বন্ধু, ভাবতে লজ্জা করে।


বন্যা ত্রাণে এখনো মানুষ,
ত্রাণের নামে ওড়ায় ফানুস।
   'কিছু কি মেলে?
    কিছু না করলে '
সেটাই মাথায় ঘোরে ,
ভাবতে লজ্জা করে ,
বন্ধু, ভাবতে লজ্জা করে।


টাকার নেশায় ছুটছে যারা-
ত্রাণ বিলানোর জন্য,
তাদের মধ্যে সজ্জন লোক!
সংখ্যাতেও নগন্য।
কেউ কি আছে,হিসেব করে?
ভাবতে লজ্জা করে,
বন্ধু, ভাবতে লজ্জা করে।


তবুও মানুষ -
এখনো মানুষই আছে,
ত্রাণশিবিরে
তাইতো-ভীড় জমেছে।
দুষ্টেরা আছে-
যেমনটি থাকে ক্ষতে!
কিন্তু আমরা -
আসুন না একসাথে ,
দাঁড়াই বন্যা দুর্গতদের দোরে।
ভাবতে ইচ্ছে করে,
বন্ধু, ভাবতে ইচ্ছে করে।