কথায় বাঙালী,
লেখায় বাঙালী,
দু'-বাংলা মা সন্তান ;
ধর্মেরও মাঝে,
ওরাই বিরাজে,
ঐ-হিন্দু,মুসলমান।


ভেবেছ কি ছেলে?
যে প্রাণটা নিলে,
সেওতো বাঙালী ছিলো ;
তোমার আঘাতে,
পথের ধূলিতে,
কেন মিছে মারা গেল?


মার কোল হতে,
শিশু কেড়ে নিতে,
ভাবলে না এতটুকু!
যে মায়ের ক্ষেতে,
ধান গম খেতে,
সেই ভয়ে ধুকুপুকু!


আড়ালে লুকিয়ে,
রইবে পালিয়ে,
মরণ স্মরণে রবে ;
এই কি জীবন?
ভাববে কখন?
মরতে তোমাকে হবে।