বাংলা আমার,
বাংলা তোমার,
মোরা যে বাঙালী, তাই ;
কেন ভেদাভেদ ?
কিসে এত ক্লেদ?
আমরা তো, ভাই ভাই।


পূর্ণ জ্যোতিতে,
নব আলোকেতে,
হে.. জননী জন্মভূমি;
মাগো ! এ প্রভাতে,
মিলে একসাথে ,
তোমারেই আজ নমি।


* ভেদাভেদ ভুলে দেশ
মাতাকে বন্দনা হয়তো
সমাধান পথের হদিশ
দিতে পারে,সেজন্যই
এই লেখা।