***************
Walter De La Mare এর
লেখা Listeners কবিতার
ছায়া অবলম্বনে এই রচনা।
****************


চলমান জীবনের সেই,
দীর্ঘ পরিক্রমা শেষ।
এখন ক্লান্ত পান্থজন
চলেছে নতুনের সন্ধানে।
গভীর অরণ্য হোথা,
ঘন কুয়াশার আবৃত,
কোনো তরু আচ্ছাদিত,
পুরাতন জীর্ণ কুটির।


"কে আছ ওখানে?"
দূর হতে প্রশ্ন তার।
দুর্গম পথ ভেদ করি,
পরিক্রমারত এ মন ;
আশ্রয় খুঁজিবারে -
যায় জীর্ণ কুটিরে।
আবার শুধায় পান্থ,
"কে আছ ওখানে?"


পূর্ণ আর শূন্যের মাঝে
এক নির্মম অভিসার ,
ফের প্রশ্ন করে আগন্তুক ,
"কেউ কি আছ হোথা?"
চারিদিকে যদিও স্তব্ধতা ,
তবু গুঞ্জন শোনা যায়।
প্রতিধ্বনি শুধু ফেরে,
কেউ ..কি..আছ..হোথা..।


তবু কেন এই চঞ্চলতা?
তবে কি উঠিল জাগি ;
অতৃপ্ত প্রেতাত্মা সকল।
যারা উন্মন মনে ঘোরে ,
ব্যস্ত খুব উত্তর দিতে ;
কিন্তু দিতে নাহি পারে।
শিহরণ বলে বারবার ,
নাই ...নাই...নাই ...।


হায়রে অশরীরি!
বদ্ধ চেতনা হতে -
মুক্তি কবে পাবি?
অস্তিত্ব তাহাদের -
অনুভব করে পান্থ,
সাড়া নাহি পায়।
শুধু একই বাক্য ফেরে
নাই ...নাই ...নাই ...।


দুরন্ত বেগেতে ফেরার পথ,
মনে ক্ষুধা-অতৃপ্ত বাসনার,
গতি ধায় কালসিন্ধু পানে,
হাতে সময় কোথায় তার?
তীব্র গতি! অশ্বারোহী চলে,
অশ্বক্ষুরে উড়ায়ে কিছু ধূলি;
পড়ে যায় সপ্তদ্বীপা পরে।
ওরা ..ফের..জেগে ..ওঠে ..।