ক্ষত বিক্ষত দেহেও
দাগ লাগে না,
না লাগার হলে।


দেহের হাজার ক্লান্তি
দূরে ঠেলে না,
না ঠেলার হলে।


শত অবসাদ তবু
মন বোঝে না,
না বোঝার হলে।


প্রবল উচ্ছ্বাস কেউ
কাছে টানে না,
না টানার হলে।


জীবন আয়না খুঁজে
উত্তর একটাই ,
মন উচাটন।