*********************
যাহারা তোমার
বিষাইছে বায়ু,
নিভাইছে তব আলো,
তুমি কি তাদের
ক্ষমা করিয়াছ,
তুমি কি বেসেছে ভালো?
     -  রবীন্দ্র নাথ ঠাকুর
**********************


"বার খাইয়ে ক্ষুদিরাম -
বানাবে ভেবেছ!"
আজকের চলতি কথা,
ভেবে কি দেখেছ?


শহীদ ক্ষুদিরাম প্রাণে
মা তো গর্বিত ছিলো,
এ অবজ্ঞা কেন তাঁকে
যুব সমাজ দিল?


যারা বলে, তারা কিন্তু-  
বুক দাপিয়ে চলে !
বড় বার বা চকলেটে
মানুষ হচ্ছে বলে ।


কিংবা বারেতে গিয়ে-
জীবন লুকোচ্ছে,
এসব তারাই ভাবে।
লজ্জা? নেশায় মরছে।


বেঁচে আছি, কানে আসে।
মনে ভাবি - হায় রে!
স্বাধীনতা, তোমার ক্ষুদি
ভেসে যে আজ যায় রে?


* কবিগুরুর বায়ুদূষণ ও আলো
নির্বাপনের পরিপ্রেক্ষিতে লেখা।  
ভাবতে হবে আমাদের পরিণতিও।