রক্ত শুধু ঝরে গেল।
প্রাপ্য স্বীকৃতি পাওয়া -
আর হলো না আমার।


ফল্গুর গোপণ গর্ভে,
সলিল সন্ধানে ঘুরে,
তিয়াসা মিটলো না তো!


জীবন, বালুকা বেলা!
অনেকে সেখানে খোঁজে ;
বিভীষিকার 'অমা'কে।


তাদের খোঁজার সাথী
হয়ে আমিও বাঁচবো?
স্বপ্নে কখনো ভাবি নি!


নিয়তির পরিহাসে -
রক্তের ব্যার্থ মূল্যটা,
আমি গুনেই গেলাম।


তবু বাঁচতেই চাই।
ফের একবার আমি ,
স্বচ্ছ জলেতে ঝাঁপাবো।


দৃষ্টি ফেরে মন্দ থেকে।
সৃষ্টি অনন্ত মধুর -
জীবনো বিকৃত নয়।