একফোঁটাও স্বস্তি নেই কোথাও।
চারদিকে মরণের হাতছানি শুধু।
প্রতিশ্রুতি মতো জীবনে না ফিরে -
অপরিণত মনে নাশকতার দৃষ্টি।


আবারো কলমের সেই জিজ্ঞাসা!
সাংস্কৃতিক বিপ্লবও বৈপ্লবিক অঙ্গ,
সময় থাকতে কি ভাবনায় ছিলো?
মন গড়ার সময়, তা হারিয়ে গেলো।


আজ ওরা অন্ধকারে আস্তাবলে,
ক্রমশই ডুবছে  অতল ...অতলে...
রক্ত নেশায় ওরা জীবন ভুলেছে,
ফেরার দরজাও বন্ধ হয়ে গেছে।


জঙ্গি হয়ে শুধু ওরা মারণাস্ত্র চেনে,
এই কি জীবন? পিছু থেকে  যারা ;
মদত দিচ্ছে অবিরত, তারবা কিন্ত-ু
আরামে আর ভোগ বিলাসে মত্ত।


চিনেও চিনি না , জেনেও জানি না,
এই তো সবার নীতি;কতকাল আর-
এভাবে বাঁচা যাবে? ঘরের আগুন,
একসাথে থেকে যে নেভাতেই হবে।


আজো নীরবতার রোগে, দূর থেকে
নিজে বাঁচতে চাইলে তো, ইতিহাস -
ক্ষমা করবে না, অন্ধকার নামবেই!
সময়মতো গর্জানোটা খুব দরকার।


ছোবল না দিলেও ফোঁস তো করো।